ফিক্স প্রাইজ বা আওয়ার্লি যারা করছেন তাদের ১০০% কাজের মজুরী প্রথমেই চেয়ে নিতে হবে, আওয়ার্লিতে ডিপোজিট রেইজ করবেন। যতটাকার কাজ করছেন তার পুরোটা বায়ারকে দিতে অনুরোধ করতে হবে, যেটা সব বায়াররাই দিয়ে থাকবে।
কিন্তু ঘণ্টাপ্রতি যেই কাজ করবেন (আওয়ার্লি নয়) তার জন্য নিজের মত হিসেব করে একটি ছোট অ্যামাউন্টের ডিপোজিট আস্ক করবেন। যেমন $১০/ঘন্টা হলে, ৪ ঘন্টার কাজে মোট $৪০ ডলার আসার কথা, আপনি $১০ ডিপোজিট রেইজ করতে পারেন।
আসুন দেখি ফিক্স প্রাইজের টেবিলঃ
প্রোপোজাল অ্যামাউন্ট | যতটুকু ডিপোজিট করা ভালো | সর্বনিম্ন যতটুকু ডিপোজিট
$0-40 | 100% | 100%
$40+ | 50% | 30%
উল্লেখ্য সকল কারেন্সির ক্ষেত্রেই প্রযোজ্য।
আসুন দেখি আওয়ার্লি প্রাইজের টেবিলঃ
কাজের ঘন্টা | যতটুকু ডিপোজিট করা ভালো | সর্বনিম্ন যতটুকু ডিপোজিট
1-4 | 100% | 100%
5-10 | 75% | 50%
10+ | 50% | 25%
No comments:
Post a Comment