Sunday, June 25, 2017

যেভাবে পোস্ট করবেন আপনার আওয়ার্লি

বাংলাদেশি পিপিএইচার বন্ধুরা, সবাই কেমন আছেন, আজ আপনাদের খুব সহজে আওয়ার্লি কিভাবে পোস্ট করতে হবে তার মন্ত্র শিখিয়ে দিচ্ছি, আওয়ার্লি কি তা বিস্তারিত জানতে আওয়ার্লি সমাচার পড়ে নিতে পারেন এখান থেকে !

আসুন এবার জেনে নি কিভাবে পিপিএইচের সাইটে পোস্ট করবেন আপনার মিনিপ্যাক ধামাকাদার আওয়ার্লি,
'মাই ড্যাশবোর্ডে' বাই সার্ভিস ও সেল সার্ভিসের ডান দিকেই আছে সবুজ রঙের Post Hourlie বোতাম, মিস করবেন না। ক্লিক করা মাত্র চলে আসবে Post Hourly in Seconds পাতা।

প্রথমেই দেয়া আছে I can বক্স, এখানে আপনি কোন স্কিল অফার করছেন তার বর্ননা দিতে হবে, ধরুন যদি থিম ডেভেলপার হন, তবে লিখুন, "develop eye-catching but functional themes for your WordPress site" মনে রাখবেন ছোট আর খুব সাধারনভাবে বোঝা যায় এমন কিছু লিখবেন, পিপিএইচারেরা অনেক কুল হয় তাই তারা অল্প বর্ননায় অনেক কিছু বুঝিয়ে দিতে পারে ;)

দ্বিতীয় অংশে আসছে কতক্ষন সময়ে আপনি আপনার আওয়ার্লি ডেলিভার করতে পারবেন তার ড্রপ বক্স, ১ থেকে ৫ দিনের মধ্যে বেছে নিন আপনার পছন্দের সময়, মনে রাখুন, যেই সময়ের মধ্যে কাজ প্রকৃতপক্ষে শেষ করে জমা দিতে পারবেন তাই সিলেক্ট করবেন, বাস্তবিক থাকা এক ধরনের স্মার্টনেস।

এরপরে ক্যাটাগরি পিক করতে হবে, যেই ক্যাটাগরি আপনার অফার করা স্কিলের কাছাকাছি সেটা পিক করুন, এখন অনেকেই ক্যাটাগরির মধ্যে কিছুই খুঁজে পেলেন না, তারা যা করবেন তা হলো, Extraordinary অথবা Business Support সিলেক্ট করবেন।

কাজের প্রকৃয়ার ট্যাগ অ্যাড করতে হবে আপনাদের এর পরের টেক্সট বক্সে, তবে মনে রাখুন, ১০ টা এলোপাথাড়ি ট্যাগের চেয়ে ৩ টা খুব রিলেভেন্ট ট্যাগের মূল্য অনেক বেশি।

এরপরে ছবি/ভিডিও বা কোট সংযোজন করতে হবে, ম্যাক্সিমাম পিপিএইচাররা ছবি আপলোড করে থাকেন, কোট সমেত, তবে খুব বেশি ভালো হয় যদি আপনি যেই কাজ করছেন তার উপরে একটি ছোট্ট ২০ মেগাবাইটের ভিডিও সংযোজন করেন তবে, পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু দারুন দারুন ভিডিও তৈরী করা যায়, মনে রাখুন আপনি যেই সেবা প্রদান করবেন সেগুলো একত্রে প্ল্যান করে ভিডিওটি তৈরী করবেন, আপনার ভয়েজ থাকলে খুব ভালো হবে।
কোট হচ্ছে এই মুহুর্তে আপনি কি কাজ করছেন সেটা উল্লেখ করার জন্য একটি ধারক, এটি প্রায়সই চেঞ্জ করতে পারেন, অনেকেই নিজেদের পোর্টফোলিও সাইটের নাম উল্লেখ করে  থাকেন কোটের মধ্যে।

আওয়ার্লির ডিটেইলস লিখুন সংক্ষিপ্ত আর পয়েন্ট করে, অনেকটা প্রেজেন্টেশানে যেভাবে লেখা হয়, ছোট্ট প্যারা করেও লিখতে পারেন, তবে Hi, I am Omuk, I am from Tomuk এরকম কিছু লিখবেন না, লিখবেন আপনার আওয়ার্লি সম্পর্কে, আপনার নাম বায়ারেরা উপরেই দেখতে পাচ্ছে। প্যরা করে লিখলে ১৬০ এ শেষ করতে পারেন নইলে পয়েন্ট করে ৩০০ শব্দে শেষ করুন আপনি কি কি অফার করছেন।

এরপরে রিকোয়ারমেন্ট বক্স, খুবই গুরুত্বপূর্ন, আগে প্ল্যান করুন, কি কি আপনার দরকার হবে এই কাজ করতে, 
পেশাভেদে এক একটি রিকোয়ারমেন্ট একেক পদের হবে, ধরুন যদি আপনি লোগো ডিজাইনার হয়ে থাকেন তবে রিকোয়ারমেন্টে দিতে পারেন রঙ, কোম্পানির খুব সংক্ষিপ্ত বর্ননা আর এক টুকরো হাসি :)

How are you planning to work with the Buyer? এর উত্তরে সবসময় Remotely সিলেক্ট করবেন।

নিচের এগ্রিমেন্ট পড়ে নিয়ে ক্লিক করে দিন 'Post Hourlie' বোতামে। ব্যাস হয়ে গিয়েছে আপনার আওয়ার্লি পোস্ট, দেখলেন কি সহজ? এখন যা করবেন তা হলো আপনার আওয়ার্লির লিঙ্ক এই গ্রুপে পেস্ট করবেন যাতে করে আমরা সব বাংলাদেশি পিপিএইচারেরা তাতে স্টার দিতে পারি, মনে রাখুন যত বেশি স্টার তত উপরে আপনার আওয়ার্লির অবস্থান :)

No comments:

Post a Comment

WordLinx - Get Paid To Click